এক নজরে পবিত্র কুর-আন মাজিদ।
এক নজরে পবিত্র কুর-আন মাজিদ।
![]() |
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ গ্রহন্থ আল-কুরআন| কুরআন। |
ইসলাম ধর্ম অনুস্বরনকারীদের প্রধন ধর্মগ্রহন্থ হচ্ছে আল-কুরআন।
এই গ্রহন্থে রয়ে পথভ্রষ্টদের হেদায়েতের নিদর্শন। আর যারা অস্বীকার করেছে স্বত্যের পথ অবলম্বন করতে তাদের অবস্থা হয়েছিল করুন শোচনিয়।
যার চিরন্তন বাস্তব প্রামন পবিত্র কুর-আনেই বর্ণিত আছে।
প্রাচীন যোগের নমরুদ,আবুলাহাবের মত ধনি আর প্রভাব শালি ব্যাক্তিরাও ছাড় পায়নি সত্য আর ন্যায়ের নির্দেশ গ্রহন না করার কারনে।
তাদের অর্থ, প্রতিপত্তি পারেনি তাদেরকে অন্যায়ের প্রাশচিত্ব থেকে রক্ষা করতে।
তাহলে কি নেই সত্যের বাণী?
পবিত্র কুরআনের পুড়ো আংশ জুড়েই বর্ণনা করা হয়েছে সঠিক পথের নির্দশন, হেদায়েতের বাণী, অসদ পথ অবলম্বন কারিদের শাস্থি, আর চরম বাস্তব ঘটনার উদাহরণ।
শুধু তাই নয়, দৃশ্য,অদৃশ্য, কেয়ামত, জান্নাত,জাহান্নাম,চন্দ্র,সূয্য,নক্ষত্র,গ্রহ, পাহাড়,পর্বত, হ্রদ, নদি-নাল, সহ জল এবং স্থলের সকল বিষয়ের সম্পের্কেও আলোচনা করা হয়েছে।
এমন কোন বিষয় নেই যা কুর-আনে বর্ণনা করা হয় নাই।
তাই বলা যায় পবিত্র এই গ্রন্থটিই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্টগ্রন্থই হচ্ছে আল-কুরআন।
No comments