গুগল এডসেন্সের চিঠি দ্রুত হাতে পেতে যা করনীয়। |Google AdSense |মিডিয়া বাংলা বিডি|Media Bangla BD|
গুগল এডসেন্সের চিঠি দ্রুত হাতে পেতে যা করনীয়।
![]() |
Google AdSense pin later |Google AdSense Address verification |
![]() |
Google AdSense pin verification code |
,দিঘলপুড় গ্রামে আঃ করিম মিয়া। নামের একাদিক ব্যাক্তির নামও থাকতে পারে।
তাই গ্রামের নামের সাথে পাড়া বা মহল্লার নাম যুক্ত করুন।
যেমন:-
নাম: আঃকরিম মিয়া।
গ্রাম: দিঘলপুড়, পূর্ব পাড়া।
লক্ষ্য করুন, গ্রামের নামের সাথে পাড়া বা মহল্লা যুক্ত করার কারনে পোষ্ট ম্যান, আপনাকে খুজবে এই ভাবে "আঃকরিম মিয়া দিঘলপুড় গ্রামের পূর্ব পাড়ায় থাকেন"
তার মানে আপনাকে খুব দ্রুত খুজেপাবে।
অথপর আপনার নিকটস্ত পোষ্ট অফিস, উপজেলা এবং জেলার নাম লিখুন।
তবে জেলার নামের সাথে পোষ্টাল কোড লিখতে ভুলবেন না।
এছাড়াও নিচে লক্ষ্য করু দুটি ঠিকানা প্রধানের পদ্ধতি দেওয়া হয়েছে।
একটি ভুল অপর টি সঠিক।
ভুল নিয়ম।
নাম: আঃ করিম মিয়া।
গ্রাম: দিঘলপুর।
ইউনিয়ন:রায়পুর।
ওয়ার্ড: ০৭
পোষ্ট: কদমতলি।
থানা: সোনারগাঁও
জেলা : নাঃগন্ঞ্জ।
সঠিক নিয়ম।
নামা: আঃকরিম মিয়া।
মোবাইলঃ ০১৭********, দিঘলপুড় পূর্বপাড়া,কদমকলি [এড্রেস লাইন১]
সোনারগাঁও, নারায়নগন্ঞ্জ-১৪৪০, ঢাকা,বাংলাদেশ। [এড্রসে লাইন ২]
ঠিকানা প্রদানের ক্ষেত্রে যে সমস্ত বিয়ষ লক্ষ্য রাখতে হবে।
১। সঠিক এবং পরিচিত নাম ব্যাবহার করুন।
২। মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করুন।
৩। গ্রামের নামের সাথে মহল্লা বা পাড়ার নাম দেওয়ার চেষ্টটা করুন।
৪। নিকটস্থ পোষ্ট অফিসের ঠিকানা দিন।
৫। উপজেলার নাম দিন।
৬। জেলা দিন।
৭। যথাসম্ভব "ঢাকা,বাংলাদেশ" লিখেদেওয়ার চেষ্টা করুন।
নোট: উপরে উল্লেখিত ঠিকানা গুলো বনোয়াট/কাল্পনিক।
উদাহরন হিসেবে ব্যিবহার করার লক্ষ্য তৈরি করা হয়েছে।
No comments