গুগল এডসেন্সের চিঠি দ্রুত হাতে পেতে যা করনীয়। |Google AdSense |মিডিয়া বাংলা বিডি|Media Bangla BD|

গুগল এডসেন্সের চিঠি দ্রুত হাতে পেতে যা করনীয়।

Google AdSense pin later |Google AdSense Address verification 
   গুগল এডসেন্সের চিঠি দ্রুত হাতে পেতে যা করনীয়। বর্তমান বাংলাদেশ সারা বিশ্বের মাঝে দিত্বীয় স্থানে আছে ফ্রিল্যানসিং খাতে। তবে ফ্রিল্যানসিং করে অর্থ (টাকা) উপার্জনের অন্যতম মাধ্যম হলো গুগল এডসেন্স Google adsense এর বিজ্ঞাপন। অন-লাইন থেকে অর্থ উপাজর্ন করার জন্য অনেকেই বেছে নেয় গুগলের এডসেন্স সেবা। তবে অন-লাইন থেকে আয় করার জন্য অসংখ্য মাধ্যম থাকা শর্তেও মানুষ গুগল এডসেন্স কে বেছে নেওয়া বেশ কিছু কারণ রয়েছে। ত্নধ্য প্রধান করন হলো ভাষগত দক্ষতার প্রয়োজন নেই। তবে অন্যকোন প্লটফর্মে কাজ করতে হলে ইংরেজি ভাষা জানা একান্তই প্রয়োজন। কিন্তু এসেন্সে সেই ধরনের কোন প্রয়োজনিয়তা নেই। তবে এডসেন্সের ডালার (টাকা) হাতে পেতে হলে এড্রেস ভেরিফাই ( Address verify) করতে হয়। আর এই এড্রেস ভেরিফাইয়ের ক্ষেত্র অনেককেই জটিলতার সম্মুক্ষিন হতে হয়েছে, এধরনের ঘঠনার যেন শেষ নেই। তবে এর প্রতিকার কি হতে পারে? তাই নিম্মক্ত ধাপগুলো অনুস্বনের মাধ্যমে খুব দ্রুত পেতে পারেন এডসেন্সের চিঠি।গুগল এডসেন্সের চিঠি পেতে হলে প্রথমেই এডসেন্স একাউন্টে ১০$ -এর সমপরিমান বা তার অধিক অর্থ আর্জন করতে হয়। আর এই ১০$ অর্জন করার জন্য একজন Youtuber, Blogger, App developer, আথবা Web site -এর মালিক কে সিমাহীন প্ররিশ্রম করতে হয়। অন্যদদিকে গুগলথেকে পাঠানো চিঠি হাতে পেলে ভিতর থেকে যেন স্বস্থির নিস্বশ বেরিয়ে আসে। তবে এই চিঠি দ্রুত আপনার ঠিকানায় পেতে হলে ঠিকানা লিখুন স্পষ্ট ভাবে। শহরের ঠিকানায় চিঠি পেতে খুবে বেশি বিড়ম্বনায় পরতে হয়না। তাই গ্রামথেকে চিঠি পাওয়ার সঠিক উপায় তুলে ধরাহলো। ঠিকানা লিখতে হবে যে ভাবে। গুগলের কাজ হচ্ছে আপনার দেশে চিঠি পৌছে দেওয়া। আর পোষ্ট অফিসের কর্মকর্তার কাজ হচ্ছে আপনার বাড়িতে পৌছ দেওয়া। তাই ঠিকানা প্রদানের ক্ষেত্র সর্তকতার সাথে দেওয়া উচিৎ। *তাই প্রথমেই আপনার নাম এবং গ্রামের নামের সাথে মহল্লাহ্ বা পাড়ার নাম সংযুক্ত করে দিন। মনেকরুন আপনার নাম :- আঃকরিম মিয়া। গ্রামের নাম :- দিঘলপুড়। এখন আপনি যদি এই ভাবে লিখেন- নাম: আঃকরিম মিয়া। গ্রাম: দিঘলপুড়। লক্ষ্য করুন
Google AdSense pin verification code

,দিঘলপুড় গ্রামে আঃ করিম মিয়া। নামের একাদিক ব্যাক্তির নামও থাকতে পারে। তাই গ্রামের নামের সাথে পাড়া বা মহল্লার নাম যুক্ত করুন। যেমন:- নাম: আঃকরিম মিয়া। গ্রাম: দিঘলপুড়, পূর্ব পাড়া। লক্ষ্য করুন, গ্রামের নামের সাথে পাড়া বা মহল্লা যুক্ত করার কারনে পোষ্ট ম্যান, আপনাকে খুজবে এই ভাবে "আঃকরিম মিয়া দিঘলপুড় গ্রামের পূর্ব পাড়ায় থাকেন" তার মানে আপনাকে খুব দ্রুত খুজেপাবে। অথপর আপনার নিকটস্ত পোষ্ট অফিস, উপজেলা এবং জেলার নাম লিখুন। তবে জেলার নামের সাথে পোষ্টাল কোড লিখতে ভুলবেন না। 



 এছাড়াও নিচে লক্ষ্য করু দুটি ঠিকানা প্রধানের পদ্ধতি দেওয়া হয়েছে। একটি ভুল অপর টি সঠিক। 

 ভুল নিয়ম। 
নাম: আঃ করিম মিয়া।
 গ্রাম: দিঘলপুর।
 ইউনিয়ন:রায়পুর। 
ওয়ার্ড: ০৭ 
পোষ্ট: কদমতলি। 
থানা: সোনারগাঁও
 জেলা : নাঃগন্ঞ্জ। 

 সঠিক নিয়ম। 
নামা: আঃকরিম মিয়া। 
 মোবাইলঃ ০১৭********, দিঘলপুড় পূর্বপাড়া,কদমকলি [এড্রেস লাইন১]
 সোনারগাঁও, নারায়নগন্ঞ্জ-১৪৪০, ঢাকা,বাংলাদেশ। [এড্রসে লাইন ২]


 ঠিকানা প্রদানের ক্ষেত্রে যে সমস্ত বিয়ষ লক্ষ্য রাখতে হবে।

 ১। সঠিক এবং পরিচিত নাম ব্যাবহার করুন।
 ২। মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করুন।
৩। গ্রামের নামের সাথে মহল্লা বা পাড়ার নাম দেওয়ার চেষ্টটা করুন। 
৪। নিকটস্থ পোষ্ট অফিসের ঠিকানা দিন। 
৫। উপজেলার নাম দিন।
৬। জেলা দিন। 
৭। যথাসম্ভব "ঢাকা,বাংলাদেশ" লিখেদেওয়ার চেষ্টা করুন। 

 নোট: উপরে উল্লেখিত ঠিকানা গুলো বনোয়াট/কাল্পনিক। উদাহরন হিসেবে ব্যিবহার করার লক্ষ্য তৈরি করা হয়েছে। 

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.