ওয়েব সাইট কি? আপনি ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন?

প্রশ্নাটা ছোট, কিন্তু উত্তরটা খুব বড়।
তার পরেও সময় স্বল্পতার কারনে সংক্ষিপ্ত কিছু লিখার চেষ্টা করলাম।

ওয়েব সাইড হচ্ছে একটি তথ্য ভান্ডার মানে একটি ওয়েব সাইটে অসংখ্য তথ্য সংরক্ষন করা যায়।
এবং ভিজিটর / ব্যাবহার কারি তার প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে থাকেন।

অর্থাৎ : আপনি যখন কোন ওয়েব সাইড ব্রাউজ করেন তখান আপনার প্রবেশ কৃত ওয়েব সাইটথেকে ভিবিন্ন তথ্য  ব্রাউজারের মাধ্যমে আপনার সামনে প্রদর্শন হয়ে থাকে।
তবে মনে রাখবেন ওয়েব সাটটি তৈরি করা হয় ভিবিন্ন ধরনের (মার্কআপ, প্রোগ্রামিং এবং ডেটা ব্যাজ মেনেজমেন্ট ল্যংগুয়েজ এর মাধ্যমে)

যেমন: HTML,XTML,CSS,JAVA,C,C++,PHP,MYSQL ইত্যাদি।

ওয়েব সাইটের প্রকার ভেদ।

ওয়েব সাইট দুইপ্রকার।
১। স্ট্যাটিক (স্থির) ওয়েব সাইট।
২। ডায়নামিক (চলমান) ওয়েব সাইট।

স্ট্যাটিক ওয়েব সাইড কেবলমাত্র এডমিন/ ওয়েবসাইট পরিচালক কন্ট্যেন্ট, ডাটা, তথ্য পরিবর্তন করতে পারেন।

অন্যদিকে ডায়নামিক ওয়েব সাইট ইউজার /ব্যাবহারকরি তার ইচ্ছে অনুযায়ী কিছুটা পরির্বতন করতে পারেন, এবং কন্ট্যেন্ট আপলোড করতে পারেন।
যেমন:Facebook, Youtube, ইত্যাদি।

এবার জানার চেষ্টাকরি আপনি ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন কিনা।

আপনি যদি এখন ফেসবুক ব্যাবহারকরি  হয়ে থাকেন থাকেন, তাহলে অবশ্যই আপনি ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন।

কেননা ফেসবুক একটি ডায়নামিক/চলমান ওয়েব সাইট।

ওয়েব সাইট কি ভাবে কাজকরে?

ওয়েব সাইটটি তৈরি করার পর একটি সার্ভার কম্পিউটারে রাখা হয়, এবং একটি রেজিস্টারকৃত ডোমেইনের সাধ্যমে পাবলিশ করা হয়।
ডোমেইন মুলত আইপি এড্রেসের মাধ্যমে কাজ করে।

এবার আপনি যখন ওয়েব সাইটি ব্রাউজ করার সময় ওয়েব ব্রাউজার সফট্যাওরের মাধ্যমে ওয়েব সার্ভারে ডেটা প্রদর্শনের জন্য রিকুয়েস্ট পাঠান তখন কিছু প্রোগ্রাম আপনার ওয়েব ব্রাউজার গ্রহন করেথাকে আর সেই ডেটাগুলো যেন সাধারণ মানুষ পড়তেপারে সেজন্য ব্রাউজার সহজ ভাষায় রূপান্তর করে আপনার নিকট প্রদর্শন করে থাকে।

ফেসবুক এ্যাপ ওকটি ওয়েব ব্রাউজার।
এছাড়াও ইউটিউব ও এ্যাপটিও একটি ওয়েব ব্রাউজার।

এবার জেনেনেই জনপ্রিয়ো কয়েকটা Browser এর নাম।

১। গুগল ক্রোম।
২। মজিলা ফায়ার ফক্স।
৩। সাফারি।
৪। ইন্টারনেট এক্সপোলোলার।
৫। অপেরা।
৬। ইউসি ব্রাউজার।
ইত্যাদি।

হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং সওফটওয়্যার।
অর্থাৎ এই ধরনের সওফট্যাওয়ারের মধ্যমেই ইন্টারনেট ব্রাউজিং করতে হয়।

1 comment:

Theme images by Jason Morrow. Powered by Blogger.