পাসওয়ার্ড তৈরীর সঠিক নিয়ম।
আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনে ইলেকট্রনিক যন্ত্রপাতির থেকে শুরুকরে বিভিন্ন ওয়েবসাইট সাইট রেজিস্ট্রেশন, সোস্যাল মিডিয়া প্রফাইল সাইন আপ করা, ই-মেল আইডি খোলা
এমন কি আমাতের নিত্যদিনের দিনের প্রয়োজনীয় যন্ত্রটি হচ্ছে মোবাইল এটাতেও পাসওয়ার্ড ব্যবহার করে থাকি
তাই আজ আমরা জানব কিভাবে আমরা আমাদের সুরক্ষার জন্য পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করব।
পাসওয়ার্ড যেহে অতি প্রয়োজনীয়।
তাই আমাদের এটা সঠিকভাবে রক্ষনাবেক্ষর করতে হবে
যেমন ধরুন,
আপনার ই-মেল এড্রেসের পাসওয়ার্ড কেউ জেনে ফেলল তাহলে কিন্তু সে আপনার ই-মেলের সাথে সংযুক্ত সব তথ্য হাতিয়ে নিতে পারবে।
এমন কি আপনার ব্যংক একাউন্টেরও তথ্য যেনে নিতে পারবে যদি আপনার ইমেলর সাথে লিংকারা থাকে
তাহলে এবার আসুন আমারা জেনে নেই কি ভাবে আমরা আমাদের পাসওয়ার্ড সুরক্ষিত রাখব।
পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য আমরা বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি
লম্বা পাসওয়ার্ড ব্যবহার করা।
প্রথমত আমাদের কে লম্বা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
সর্ট পাসওয়ার্ড ব্যবহার কারাথেকে বিরত থাকতে হবে।
মনে করুন আপনি আপনার প্রয়োজনে
E-mail ID বা অন্য কিছু Login করছেন ঠিক সেই সুহুর্তে কেউ একজর দেখে ফেলল।
এখন কথা হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি সর্ট হয় সে খুবই সহজে আপনার পাসওয়ার্ড টি মুখস্ত করে নিতে পারে
তাই আপনাকে লাম্বা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
কিছু কিছু ওয়েবসাইটে দেখবে সাইন ইন করার সময় কমপক্ষে ৬-৮ সংখ্যক পরিমাণ পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।
সংখ্যা ব্যবহার করুর।
আপনি যদি পাসওয়ার্ড তৈরী করাে সময় অবশ্যই
1থেকে 9 এর মধ্যে কোন সংখ্যা ব্যবহার করবেন, উপরোক্ত এবং পরবর্তী ধাপগুলো অনুস্বন করবেন।
বর্ণ ব্যবহার করুর
A-Z এর মধ্য থেকে কিছু অক্ষর ব্যবহার করুন।
এবং গোপন সংখ্যা তৈরীর ক্ষেত্রে কেবল মাত্র বড় হাতের অক্ষর নয়, বরং ছোট হাতের ও a-z এর মধ্যে কোর অক্ষর ব্যহার করুর।
সংকেতিক চিহ্ন ব্যবহার করুন।
গোপন সংখ্যা তৈরীর জন্য আপনি আবশ্যই কিছু সাংকেতিক চিহ্ন @#*&%৳+()& - এই ধরনের চিহ্ন ব্যবহার ারবেন ।
আপনি যদি উপরোক্ত প্রতিটি ধাপ অনুস্বরর করে গোপন সংখ্যা / পাসওয়ার্ড তৈরী করেন তাহলে খুব সহজে কেউ আপনার পাসওয়ার্ড ভঙ্গতে পারবে না।
আর হে ভুলে আপনার পাসওয়ার্ড কাউকে দেখাবেননা।
এবং অন্যের সাথে গোপন সংখ্যা সেয়ার করা থেকে বিরত থাকুর।
No comments