বৃদ্ধি পাচ্ছে মোবাইল ফোনের খরচ।

২০১৯-২০ বাজেটের নিয়ম অনুযায়ী বৃদ্ধি পেতে চলছে মোবাই ফোন বিক্তিক সেবার খরচ।

সরকারি বাজেট নিয়ম অনুযায়ী আবারো বৃদ্ধি পেল Grameenphone, Banglalink,Robi,Airtel সহ টেলিটক মোবাইল আপরেটরের কল চার্জ সহ সকল খরচের সাথে সম্পূরক শুল্ক ১০শতাংশ।
গত কয়েক বছর আগে এই ধরনের সেবাগ্রহনের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ভ্যাট কাটা হতো শতকরা ১৫%।
কিন্তু এক সময় ১৫%ভ্যাটে সাথে যোগ করা হয়েছি আরো ৫% সম্পূরক শুল্ক।
যার ফলে গ্রাহককে গুনতে হতো শতকরা ২১টাকা ভ্যাট।
কিন্ত সেই ভ্যাট শাতকরা ২১টাকায় আর থেমেনেই।
বর্তমানে ৫%-১০% বৃদ্ধি করা হয়েছে এই ভ্যাট।
যার ফলে এখন মোবাইর ফোন বিক্তিক সেবা গ্রনের ক্ষেত্রে পূর্বের তুলনায় বেশি খরচ হচ্ছে গ্রাহকের।

এক সময় সরকার অনুমতিপ্রাপ্ত মোবাইল কলের সর্বনিমন্ন কলরেট ছিল ০.২৫ পঃ প্রতি মিনিটে।
তবে এখন আর ০.২৫পঃ মিনিটে মিলছেনা প্রিয়োজনদের সাথে যোগাযোগ।
বিগত বছরেই সর্বনিমন্ন কলরেট ছিল ০.২৫পঃ মিনিট।
তবে বৃদ্ধি করা হয়েছি সর্বনিমন্ন ৪৯ পঃ প্রতি মিনিটে।
যার ফলে প্রতি মিনিটে ভ্যাট সহ গ্রাহকের সর্বনিমন্ন  খকরচ হত ৪৯+১৫%+৫%+১% প্রায় ৫৯-৬০ পয়শা
কিন্তু বর্তমান সরকারি বাজেট বৃদ্ধির ফলে গ্রাহককে দিতে হচ্ছে আরো ৫% বেশি।
অর্থাৎ প্রতি একশত টাকায় প্রায় ২৭ টাকা।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.