এমপি হতেচান মাহিয়া মাহি
এমপি হওয়ার স্বপ্ন দেখেন মাহিয়া মাহি
![]() |
ছবি: শাহরিয়ার কবির হিমেল |
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে চান। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি হতে চান এই অভিনেত্রী। শুক্রবার বিকেলে তানোর উপজেলার মুন্ডুমালায় তার নানার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহি তার এমপি হওয়ার ইচ্ছার কথা জানান।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মাহিয়া মাহির স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্ডুমালার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কাবাডি টুর্নামেন্ট দেখার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। "আমি সর্বদা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেছি। এই আদর্শগুলি আমি আশা করি সবাই অনুসরণ করবে এবং আমি তাদের জানাতে চাই, যদি তারা ইতিমধ্যে না জানে। যদিও আমি রাজনীতি বুঝি না, আমিও পা দিয়েছি। এই অঙ্গনে। আমি মানুষের সেবা করতে চাই,” বলেন মাহি।
শিগগিরই তিনি রাজনীতিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, "বঙ্গবন্ধু তার জীবন, তার যৌবন, এমনকি পরিবারের সঙ্গে সময় কাটাতেও ত্যাগ স্বীকার করেছেন। আমি এগুলোকে রাজনীতি হিসেবে দেখি"।ভবিষ্যৎ এমপি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে মাহি বলেন, "আপাতত নয়, এখন অনেক দেরি হয়ে গেছে। এলাকার জনগণ যদি আমাকে এমপি হিসেবে দেখতে চায়, তাহলে জনগণের কৃপায়। সর্বশক্তিমান, এটা ঘটবে।"
মাহি বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সংগঠনটির রাজশাহী বিভাগের আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। মাহিয়া মাহি আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে।
No comments