এবার ক্তরাষ্ট্রে যাচ্ছেন চঞ্চল চৌধুরী
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চঞ্চল চৌধুরী
থিয়েটার দিয়ে তার কর্মজীবন শুরু করে, চঞ্চল চৌধুরী তার মনোমুগ্ধকর উপস্থিতি দিয়ে টেলিভিশন এবং চলচ্চিত্র উভয় শিল্পেই জয়লাভ করেছেন। মনপুরায় তার অসাধারণ অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। সম্প্রতি ‘হাওয়া’ ও ‘কারাগর’ ছবিতে তার দুর্দান্ত অভিনয় ঝড় তুলেছে দেশটিতে।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই গুণী অভিনেতা। রোববার কুইন্সের অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চঞ্চল বলেন, "এটি আমার অষ্টমবারের মতো, আমি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। প্রতিবারের মতো এবারও সেখানে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণতায় আমি অভিভূত।"
তিনি আরও বলেন, "আমাদের দেশের প্রবাসীরাও আমাকে ভালোবাসে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দর্শকের ভালোবাসাই যেকোনো শিল্পীর সবচেয়ে বড় পাওয়া।সেখানে এক সপ্তাহ থাকবেন চঞ্চল। এরপর বেশ কিছু ওয়েব ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।
এরই মধ্যে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে শকল আহমেদ পরিচালিত তার ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’।
No comments