বিমানে ভ্রমণের সময় ফরজ গোসলের প্রয়োজন হওয়া

 

INTERNET IMAGE



প্রশ্নঃ ফ্লাইটের সময় আমার ফরজ গোসল করা দরকার ছিল এবং আমি গোসল করতে পারিনি। আমি তায়াম্মুম করার মতো কিছু খুঁজে পেলাম না। ওজু করে নামাজ পড়লাম। এটা কি ঠিক ছিল বা আমার কি করা উচিত ছিল?


বিসমিল্লাহ

উত্তরঃ ওযু আপনাকে পবিত্র করার জন্য যথেষ্ট ছিল না। গোসলের পর যে ছালাত আদায় করা হয় তা বারবার করতে হবে।


আর আল্লাহ তায়ালা (আল্লাহ তায়ালা)ই ভালো জানেন।


 


উত্তর দিয়েছেন:


মুফতি জাকারিয়া মাকদা


চেক করা এবং অনুমোদিত:


মুফতি ইব্রাহিম সালেজী (ইসিপিঙ্গো বিচ)

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.