সরকার জানুয়ারী 2023 থেকে পাবলিক প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একক শিফটের কথা ভাবছে

তারকা ফাইল ছবি


আজ (৩০ অক্টোবর, ২০২২) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, সরকার সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একক শিফট বাস্তবায়নের পরিকল্পনা করছে। 


তার শেষ কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, সরকার ২০২৩ সালের জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একক শিফট করার সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করবে।

সচিবালয়ে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন।


আমিনুল বলেন, শিক্ষার্থী, শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংখ্যা মাথায় রেখে তারা এই পরিকল্পনার কথা ভাবছেন।


তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।


সচিব বলেন, এখন অনেক প্রাথমিক বিদ্যালয়ে একটি, দুটি বা তিনটি শ্রেণিকক্ষ রয়েছে। দুই রুমে ছয়টি ক্লাস চালানো কোনোভাবেই সম্ভব নয়। সচিব বলেন, রাতারাতি ভবন নির্মাণ করা যাবে না।


এসব বিবেচনা করে দেশের সব স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানান আমিনুল।


"কোন স্কুল বন্ধ করা হবে না; কোন শিক্ষক তাদের চাকরি হারাবেন না। শুধুমাত্র কাজ ভাগাভাগি করতে হবে," সচিব যোগ করেছেন।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.