স্মার্ট ফোন কিনার আগে কোন জিনসি গুলো খেয়াল রাখা উচিৎ
আপনি যখন কোন একটি স্মার্ট ফোন কিনবেন তখন আপনাকে বেশ কিছু
বিষয় খেয়াল রাখতে হবে , যাতে করে সেই সমস্থ বিষয়াদি গুলোখেয়াল রেখে স্মার্ট ফোন কিনেন
তাহলে আপনার সময় এবং অর্থ দুইটাই সার্থক হবে ।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেই সম্থ বিষয়াদি নিয়ে আলোচনা
শুরু করি।
মনে রাখবেন আপনি একটি স্মার্ট ফোন কিনলে সেটা কম করে হলেও
১-৩ বছর পযর্ন্ত ব্যাবহার করবেন। তাই স্মার্ট
ফোন কেনার আগে নিচের পয়েন্ট গুলো মাথায় রাখলে
আপনার জন্য আপনি নিজেই একটি স্মর্ট ফোন বাছাই করেতে পারবেন।
বাজেট:
স্মার্ট ফোন কিনার আগে আপনার জন্য খুবই গুরুত্বপূর্র্ণ
পার্ট হচ্ছে আপনি কত বাজেটের মধ্য স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন। তবে অব্যশ্যই খেয়াল রাখবেন
আপনি কেমন মোবাল ফোন কিনতেচান তার উপর ভিক্তি করেই আপনাকে বাজেট তৈরী করতে হবে যে আপনি
ঠীক কত টাকার মধ্য মোবাইল ফোন কিনতে চাইছেন।
মনে রাখবেন : আপনার
বাজেটের উপরই ডিপেন্ড করেবে আপনি কেমন কনফিগারেশনের মোবাইল ফোন কিনতে পারবেন। কারন কাষ্টমারের বাজেটের উপরই নির্বর
করে র্স্মাট ফোনের ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটি হার্ডওয়্যার কেন হবে ।
ব্রান্ড নির্বাচন করুন :
বর্তমানে বাজারে এখন হাজারও ব্রান্ডের স্মার্ট ফোন পাওয়া যায় , তাই প্রথমেই আপনি একটি ব্রান্ড
নির্বাচন করুন যে আপনি আসলে কোন ব্রান্ডের মোবাল ফোন ব্যাবহার করতে চান। তবে ব্রান্ড
বা কম্পানি বাছাইয়ের পূর্বে অবশ্যই মাথায় রাখবেন এই ব্রান্ডেরে স্মার্ট ফোন ইতি পূর্বে
আপনার পরিবার কিংবা আত্মীয় সজন বা ফ্রেন্ড সার্কেলের কেউ ব্যবহার করেছিল কিনা । এবং
এই ব্রান্ডের মোবাইল ফোন ব্যবহার করে তারা কতটা সন্তষ্টি ইত্যাদি বিষয়াদি নিয়ে তাদের
কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন । এতে করে ঔ
কম্পানির উপর আপনার একটা স্পষ্ট ধারনা জন্মাবে যে, এই কম্পানিটা কেমন এবং তারা কতটা
দক্ষতার সাথে মোবাল ফোন তৈরী করে থাকে সেই
সাথে এটাও বুঝতে পারবেন তারা কাষ্টমারদের চাহিদাকে কতটা গুরুত্ব দেয়।
স্মার্ট ফোনের মডেল:
আপনি যে মোবাইল ফোনটি ক্রয় করতে চাচ্ছে তার ব্রান্ড বা
কম্পানি আগেই পছন্দ করেছেন ।
তাহলে এবার তৈরী হয়ে আসুন আপনি ঔকম্পানির কোন মডেলের মোবাইল টি কিনতে চান। কারন একটি কম্পানি
কিন্তু কেবলমাত্র একটি মডেলের পণ্ তৈরীতে সীমা বদ্ধ থাকেনা । তাই মডেল যাচাই করে পছন্দ
করাটা মোটও ছোটখাটো বিষয় নয়। মডেল নির্বাচনের আগে খেয়াল রাখতে হবে কম্পানি ঔমডেলের
মোবাইল ফোনটি কতদিন মাস বা বছর আগে রিলিজ করেছিল
, যদি অনেক পুরোনো মডেল হয়ে থাকে তাহলে সেটি না কেনিই ভাল। আবার একেবারে নতুন মডেল
রিলিজ হলে সেটা ক্রয় করা থেকৌ বিরত থাকুন । কারন এতে বেশ কিছু ক্রটিও থাকতে পারে তাই
বাজারে আসার সাথে সাথে অন্যরা কেনার পর কেমন ফিডব্যাক দেয় সেটা দেখুন পজেটিভ রেটিং
কেমন তার পর সেটা কেনার সিদ্ধান্ত নিন।
কনফিগারেশন এবং হার্ডওয়্যার :
অনেকত কথা হল বাজেট,ব্রান্ড নির্বাচন এবং স্মার্ট ফোনের
মডেল নিয়ে এবার আসুন আমরা হার্ডওয়্যার এবং
ফিচার নিয়ে ।
ডিসপ্লে:
আপনি ঠিক কেমন ডিসপ্লে চান সেটা বুজা মশকিল কারন অনেকে
বড় ডিসপ্লে আবর কেউ মাঝারি আকৃতির ডিসপ্লে পছন্দকরেন । তাই আপনার চাহিদা অনুযায়ী একাট
ডিসপ্লে চয়েজ করুন ।
তবে তার আগে ইপিএস ডিসপ্লে, এউচডি প্লাস ডিসপ্লে,সুপার
এমোলেড ডিসপ্লে, ডিসপ্লে রেজুলেশন ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে জেনেনিবেন।
তবে ডিসপ্লেতে গড়িলা গ্লাস আছেকিনা সেটও জারানার চেষ্টা
করবেন।
ব্যাটারী:
আপনি একটি স্মার্ট
ফোন সাধারনত ফোন কল , মেসেজিং সহ কোন কোন কাজে
ব্যাবহার করতে চান তার উপরই ডিপন্ডে করবে ব্যাটারী ব্যাকআপ তাই আপনি ডেটুডে ব্যাবহারে
কমেন ব্যাটারী ব্যাকআপচাই উপর লক্ষ্য রেখে ৪,৫০০-৫,০০০ মিলি এ্যম্পিয়ারের ব্যাটারী
ওয়ালা মোবাইল ক্রয় করুন। এছাড়াও বর্তমানে বাজারে ৫,০০০ মিলি এ্যম্পিয়ারের বেশী ব্যাটরী
ওয়ালা মোবাইল পাওয়া যায়না।
নোটিফিকেশন লাইট:
আপনি যে স্মার্ট ফোনটি ক্রয় করতে চান সেটাতে নোটিফিকেশন
লাইট আছে কিনা জেনে নিন ,কারন নোটিফিকেশন লাইট থাকলে কিছু এক্সষ্টা সুবিধা পাওয়া যায়।
যেমন ধরুন কেউ আপাকে অনেক আগেই কল দিয়েছিল কিন্তু মোবাইল আপনার হাতের কাছে না থাকায় আপনি কল রিসিভ করতে পারেননি , দীর্ঘ্যক্ষন পর যখন
মোবাইলটা হাতে নিবেন তখন নোটিফিকেশন লাইট জ্বলে উঠবে । আর এমন্তাবস্থায় আপনি মোবাইলে
স্ক্রীন টার্ন অন না করেই বুঝতে পরবেন যে, আপনার মোবাইলে কোন নোটিফিকেশন আসছে। আর এতে
করে আপনার সময়ও অনেকটা বেচেযাবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর :
এখন প্রায় সকল স্মার্ট পোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে
তাই এই পয়েন্টে বেশি কথা বলব না।
তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মুল কাজ হচ্ছে স্মার্ট ফোনের
লক স্ক্রীনকে আন লক করা । তবে এছাড়াও আপনার ইচ্ছে অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে এক্সট্রা
কিছু ফিচার যুক্ত করতে পারবেন যার ফলে আপনার
স্মার্প ফোন চালানোর অবিজ্ঞতা আরো দুরদান্ত হওত পারে ।
এক্সট্রা সেন্সর:
প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি এক্সট্রা কোন সেন্সর আছে কিনা । কারন এখন কিছু বাজেট সেগমেন্টরে মোবাইল
ফোনে কিছু এক্সট্রা সেন্সর থাকে যা কিনা আপনার
নিত্যদিনের প্রয়োজনের সাথে আলাদা একটা বেশি সুবিধা দিতে পারে।
আজ স্মার্ট ফোন
সম্পর্কে এতটুকুই থাকল পরবর্তীতে স্মার্ট ফোনের অন্য কোন টপিক নিয়ে আলাচনা করা হবে।
সেই পযর্ন্ত ভালোথাকনি সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায়।
No comments